স্কুল বাস চালুর বিষয়ে অভিভাবকদের সঙ্গে বসবে ডিএনসিসি

প্রকাশিতঃ 7:55 pm | September 06, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীতে যানজট নিরসনের পাশাপাশি জ্বালানি সাশ্রয়ে শিক্ষার্থীদের জন্য স্কুল বাস সেবা চালু করার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। উদ্যোগের রূপরেখা নির্ধারণে বুধবার (৭ সেপ্টেম্বর) গুলশানে নগর ভবনে কয়েকটি স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের মেয়রের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, নগর ভবনের এই সভায় প্রাথমিকভাবে স্কলাসটিকা, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল, চিটাগাং গ্রামার স্কুল ও স্যার জন উইলসন স্কুল কর্তৃপক্ষকে প্রত্যেক স্কুল থেকে ২০ জন অভিভাবকসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘আমরা আগামীকাল কয়েকটি স্কুলের কর্তৃপক্ষ, তাদের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বসে কীভাবে শিক্ষার্থীদের জন্য স্কুল বাস চালু করা যায়, সে বিষয়ে আলাপ আলাচনা করবো। আলাপ আলোচনার ভিত্তিতে এ কাজের একটি রূপরেখা তৈরি করা হবে।’

মেয়র আতিকুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করবেন বলে জানা গেছে। স্কুল বাস চালুর বিষয়ে মেয়র বলেন, ‘ঢাকা শহরের স্কুলগুলোতে বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে শত শত গাড়ি। একজন শিক্ষার্থীর জন্য একটি গাড়ি ব্যবহার করা হয়। পরিবেশ রক্ষায় ও যানজট কমাতে স্কুল বাস চালু করতে হবে।’

তিনি বলেন, ‘বাস চালু করলে প্রাইভেট গাড়ির ব্যবহার কমে যাবে, পরিবেশ দূষণ কমবে, যানজট কমবে এবং শিক্ষার্থীদের মধ্যে সামাজিক বন্ধনও সুদৃঢ় হবে। আমি ইতোমধ্যে কয়েকটি স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, তারা এই বিষয়ে একমত পোষণ করেছেন। শিক্ষার্থীরা সবাই মিলে স্কুল বাসে যাওয়া-আসা করলে তারা আনন্দ পাবে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হবে।’

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি জানি অভিভাবকরা বাচ্চাদের নিরাপত্তার বিষয়ে চিন্তা করেন, চিন্তা করাটাও স্বাভাবিক। আমরা বাচ্চাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। স্কুল বাসগুলোতে সিসি ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার করে বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক স্কুল বাস চালু করার জন্যও কাজ শুরু করেছি।’

কালের আলো/ডিএসবি/এমএম