এসএসসি-সমমান পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়

প্রকাশিতঃ 1:04 pm | September 05, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

অফিসমুখী মানুষের কারণে সকালে সৃষ্ট যানজট এড়াতে এসএসসি ও সমমান পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। কোভিড পরিস্থিতির কারণে পরীক্ষার বিষয় ও সময় কমিয়ে আনা হয়েছে। এবারও পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে।

তিনি বলেন, শহরে অফিসমুখী মানুষের কারণে সকালে সৃষ্ট যানজট এড়াতে পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে সকাল ১০টার পরিবর্তে শুরু হবে বেলা ১১টায়।

এছাড়া ভবিষ্যতে দুর্যোগ, দৈব-দুর্বিপাকের কারণে সংশ্লিষ্ট এলাকার পরীক্ষা স্থগিত থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার এই পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবে।

চলতি বছরের এসএসসি ও সমমানে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১ অক্টোবর শেষ হবে। এরপর ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে ব্যাবহারিক পরীক্ষা সম্পন্ন হবে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও বোর্ডের চেয়ারম্যান এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএস/এমএম