গাজী মাজহারুল আনোয়ারকে শহীদ মিনারে রাষ্ট্রীয় শ্রদ্ধা সোমবার
প্রকাশিতঃ 3:59 pm | September 04, 2022

শোবিজ ডেস্ক, কালের আলো:
না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার।
সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাষ্ট্রীয় শ্রদ্ধা ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। পাশাপাশি সংস্কৃতি অঙ্গন ও সাধারণ মানুষও শ্রদ্ধা নিবেদন করবেন।
জানা গেছে, শহীদ মিনার থেকে এই কিংবদন্তির মরদেহ নেওয়া হবে বিএফডিসিতে। সেখানে বাদজোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ-আসর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
অসংখ্য কালজয়ী গানের এই স্রষ্টার মরদেহ বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তার একমাত্র মেয়ে দিঠি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন। আপাতত মেয়ের ফেরার অপেক্ষায় পুরো গাজী পরিবার।
কালের আলো/এমএইচ/এসবি