নির্বাচন করতে পারবেন না মায়া

প্রকাশিতঃ 5:19 pm | November 28, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঋণ খেলাপি থাকায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের তালিকা থেকে বাদ পড়ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণবিষয়ক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। দল থেকে তাকে চাঁদপুর-২ আসনের মনোনয়ন দেওয়া হয়েছিল।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে দলীয় সূত্র জানায়, ঋণ খেলাপির কারণে তার নির্বাচনে প্রার্থীতা টেকানো চ্যালেঞ্জ হয়ে পড়ায় ওই আসন থেকে ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি নুরুল আমিন রুহুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই কারণে বাদ পড়েছেন চাঁদপুর-৪ আসনের আওয়ামী লীগের আরেক প্রার্থী ড. শামসুল হক ভূঁইয়াও।

সূত্র জানায়, ড. শামসুল হক ভূঁইয়ার পরিবর্তে ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমানকে।

আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, মঙ্গলবার রাত ১১টার পর নুরুল আমিন ও শফিকুর রহমানকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।

কালের আলো/এমএইচএ