ভোলায় ৭ কোটি টাকার কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি জব্দ

প্রকাশিতঃ 1:25 pm | July 05, 2025

ভোলা প্রতিবেদক, কালের আলো:

ভোলার কালীনাথ রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি ও বিদেশি সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার বিকালে এই অভিযান চালানো হয়।

শনিবার (৫ জুলাই)  ভোলায় ৭ কোটি টাকার কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি জব্দআ

সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভোলা সদর থানাধীন কালীনাথ রায়ের বাজার সংলগ্ন এলাকায় এস.এ. পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে জব্দ করা হয় ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ৮০ কেজি নিষিদ্ধ পলিথিন, ৫ হাজার ৮৮৯ পিস আতশবাজি এবং শুল্ক ফাঁকি দেওয়া ১৯ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট।

উদ্ধার করা মালামালের বাজারমূল্য আনুমানিক ৭ কোটি ৮ লাখ ২ হাজার ৩৬০ টাকা বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। পলিথিন হস্তান্তর করা হয়েছে পরিবেশ অধিদপ্তর ভোলায়, বিদেশি সিগারেট বরিশাল কাস্টমস এবং আতশবাজি ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

কালের আলো/এএএন