মুরাদনগরে ট্রিপল মার্ডারের ঘটনায় আটক ২

প্রকাশিতঃ 1:19 pm | July 05, 2025

কুমিল্লা প্রতিবেদক, কালের আলো:

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ী গ্রামে এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় ক্যাপ্টেন আদিল শাহরিয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল আকবপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে কড়ইবাড়ি গ্রামে মোবাইল চুরি সন্দেহে স্থানীয়রা একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করে।

শনিবার (৫ জুলাই) সকালে ক্যাপ্টেন আদিল শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন— মো. সবির আহমেদ (৪৮), মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।

নিহত তিনজন হলেন— কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)। এছাড়া পরিবারের আরেক সদস্য রুমা আক্তার (২৮) গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ক্যাপ্টেন আদিল শাহরিয়ার জানান, পরিবারটি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। পরিবারটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক–সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এর জের ধরেই এলাকাবাসী পিটিয়ে ও কুপিয়ে তাদের হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। ঘটনার তদন্ত চলছে এবং সেনাবাহিনীর হেফাজতে থাকা দু’জনকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালের আলো/এএএন