খালেদা অযোগ্য হলে, বদলি নির্বাচন করবেন ফখরুল

প্রকাশিতঃ 4:45 pm | November 28, 2018

নিজস্ব প্রতিবেদক,কালের আলো:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য ঘোষনা করা হলে বগুড়া-৬ আসন থেকে তার বদলে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই আসনে ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

পাশপাশি ঠাকুরগাঁও-১ আসন থেকেও লড়ছেন মির্জা ফখরুল।

এদিকে বুধবার দুপুরে ওই আসনের জন্য বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার কাছে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্থানীয় নেতা ও পৌরসভা মেয়র এ. কে.এম মাহবুবুর রহমান।

উচ্চ আদালতের এক রায়ের কারণে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

ওই রায়ে বলা হয়েছে, কোনো ব্যক্তি দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। আদালতের এই আদেশের ফলে বিএনপি ও আওয়ামী লীগের ১২ থেকে ১৫ জনের ভোটে অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

কালের আলো/এমএইচএ