ডিপ্লোমার মেয়াদ তিন বছর করার প্রতিবাদে ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশিতঃ 2:40 pm | August 22, 2022

ময়মনসিংহ প্রতিনিধি :
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মেয়াদ চার বছর থেকে এক বছর কমিয়ে তিন বছর করার প্রতিবাদসহ ৪দফা দাবিতে বিক্ষোভ করেছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
সোমবার (২২ আগস্ট) ময়মমনসিংহ সদরের মাসকান্দা টেকনিক্যাল মোড় এলাকায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি টেকনিক্যাল মোড় থেকে শুরু হয়ে মাসকান্দা বাসস্ট্যান্ড ঘুরে চরপাড়া মোড় হয়ে আবার আগের যায়গায় গিয়ে শেষ হয়। এ সময় আধ ঘন্টা রাস্তায় যান চলাচল বন্ধ ছিল।
শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে গত ১২ আগস্ট শিক্ষামন্ত্রীর বক্তব্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনার মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছরের ঘোষণা দেয়া হয়। ডিপ্লোমার মেয়াদ ৩ বছরে কমিয়ে আনা হলে চাকরির ক্ষেত্রে গ্রেট কমে যাওয়ার পাশাপাশি শিক্ষার মানও কমে যাবে বলে শিক্ষার্থীরা মনে করছেন।
এজন্য শিক্ষার্থীরা চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা বজায় রাখার জন্য দাবি তুলেন। এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি প্রক্রিয়া পরীক্ষার মাধ্যমে করার দাবি করেন শিক্ষার্থীরা।
কালের আলো/ডিএস/এমএম