১৭ আগস্টের নিহতদের স্মরণে ভালুকায় দোয়া মাহফিল

প্রকাশিতঃ 5:34 pm | August 17, 2022

কালের আলো প্রতিবেদক:

বিএনপি- জামায়াতের মদদে ২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩ জেলায় সিরিজ বোমা হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ময়মনসিংহের ভালুকায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন ভালুকা উপজেলা শাখা।

বুধবার (১৭ আগস্ট) উপজেলার আনোয়ারুল উলূম হাফিজিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআর শরীফ বিতরণ করা হয়।

এ সময় স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন ভালুকা উপজেলা শাখার সভাপতি তানভীর আহম্মেদ, সাধারণ সম্পাদক আমির হামজা, যুগ্ম সাধারণ সম্পাদক এজাদুল ইসলাম রুপম, সহ-সাংগঠনিক সম্পাদক তানজিম হাসান মাহির, সহ-সম্পাদক ফাহিম ফয়সাল, প্রচার সম্পাদক তক্কি সদস্য রুহান ও সদস্য উদয় প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএস/এমএম