তামিমদের জরিমানা করলো আইসিসি
প্রকাশিতঃ 8:37 pm | August 09, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হওয়ার পর ওয়ানডে সিরিজেও পরাজিত হয়েছে বাংলাদেশ। এর মধ্যে আরও একটি দুঃসংবাদ পেল তামিমরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে দলের ক্রিকেটারদের।
মঙ্গলবার (০৯ আগস্ট) বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় আইসিসি।
যেখান বলা হয়, নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করে তামিম ইকবালের দল। যা আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।
তামিম ইকবাল স্লো ওভার রেটের দায় স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
কালের আলো/এমএইচ/এসবি