হাজার ছুঁয়ে বিদায় লিটনের, বিপদে বাংলাদেশ
প্রকাশিতঃ 7:48 pm | July 30, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতে ঝড়ো সূচনা পেয়েছে টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ারপ্লের ৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৩ রান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে চাপে পড়ে যান ওপেনার মুনিম শাহরিয়ার। ৮ বলে ৪ রান করে বিদায় নেন তিনি। বাংলাদেশও প্রথম দুই ওভার শেষে তুলতে পারে ১ উইকেটে ৬ রান।
তবে এরপরই ব্যাট হাতে ঝড় তোলেন লিটন। পাওয়ারপ্লেতে ১৬ বল খেলে ৬ চারে তোলেন ৩১ রান। যদিও শেষ পর্যন্ত ১৮ বলে ৩২ রান করে রান আউটের শিকার হয়ে ফেরেন তিনি। শন উইলিয়ামসের বলে প্যাডেল সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি।
তবে ক্যাচ মিস হলেও পরবর্তীতে রান আউট হয়ে ফিরে যান তিনি। এদিকে এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে ১ হাজার রান পূর্ণ করেছেন এই ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে টি-টোয়েন্টিতে লিটনের নামের পাশে ছিল ৯৮০ রান।
ম্যাচে এনগারভার বলে চার মেরে শর্টার ফরম্যাটে নিজের হাজার রান পূর্ণ করেন এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ফরম্যাটে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন লিটন। তার আগে মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সৌম্য সরকার টি-টোয়েন্টিতে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।
লিটন ফেরার পর মাঠে আছেন আনামুল হক বিজয় এবং নাজমুল হোসেন শান্ত। আনামুল ১৬ বলে ১৩ রান করে মাঠে আছেন।
কালের আলো/এমএইচ/এসবি