ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে সরকারের সহযোগিতা চাইলেন মেয়র আতিক

প্রকাশিতঃ 10:18 pm | July 28, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা বন্ধ করতে সরকারের সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, প্রতিটি রাস্তা-মহল্লা অটোরিকশায় সয়লাব। একেকটা অটোরিকশায় ৪টি করে ব্যাটারি। সারা দিন চালানোর পর এগুলোকে সারা রাত চার্জে রাখা হয়। এই অটোরিকশাগুলো বিদ্যুৎ বিধ্বংসী। পাশাপাশি এগুলোতে প্রচুর দুর্ঘটনাও ঘটছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর গুলশান-২ এ নগর ভবনের হল রুমে দুই পরিষদের ১৫তম করপোরেশন সভার (বাজেট সভা) সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী সবাইকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে মেয়র বলেন, ‘এরই মধ্যে ডিএনসিসি বিদ্যুতের ব্যবহার অনেকাংশে কমিয়ে এনেছে। প্রয়োজনীয় বাতি ছাড়া সব বন্ধ থাকছে। এসিও বন্ধ থাকছে। যেসব কক্ষের এসি একান্ত প্রয়োজনে চালাতে হচ্ছে সেগুলোর টেম্পারেচার (তাপমাত্রা) ২৫ এর নিচে নামানো হচ্ছে না।’

তিনি বলেন, এ শহরে আগে প্রচুর প্যাডেলচালিত (পায়ে) রিকশা চলতো। এখনো চলে। আমরা তো প্যাডেলচালিত রিকশা বন্ধ করছি না। যে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো সে প্যাডেলচালিত রিকশা চালাবে। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএস/এমএম

Print Friendly, PDF & Email