বাবার স্মরণে আবেগাপ্লুত শবনম ফারিয়া

প্রকাশিতঃ 3:26 pm | July 16, 2022

শোবিজ ডেস্ক, কালের আলো:

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার বাবা হারানোর দিন আজ। ২০১৭ সালের আজকের এই দিনে (১৬ জুলাই) তার বাবা মুক্তিযোদ্ধা মীর আবদুল্লাহ মারা যান।

পিতৃবিয়োগের দিনে আবেগাপ্লুত এ তারকা নিজের ফেসবুক পোস্টে মনের অভিব্যক্তি তুলে ধরেছেন।

বাবার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘ঠিক পাঁচ বছর আগের এই দিনটায় আমার পুরো জীবন ওলট-পালট হয়ে যায়। ঐদিন বাবা আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যান! হঠাৎ সেদিন কীভাবে যেন বাসার ছোট তৃপ্তি থেকে আমি বড় হয়ে গেলাম! যদিও গত পাঁচ বছরেও সেদিন সেসব ওলট-পালট হয়েছে তা সামলাতে পারিনি! তাও বাবা ছাড়া খানিকটা অ্যাডজাস্ট করা সম্ভবত শিখে গেছি!’

২০১৭ সালে শবনম ফারিয়ার বাবা অসুস্থ অবস্থায় মারা যান। মৃত্যুর আগে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পেশাগত জীবনে তিনি নিজেও ছিলেন চিকিৎসক।

কালের আলো/এসবি/এমএম