সেনাপ্রধানের ঈদ উপহার পেলো খুলনার দু্ঃস্থরা

প্রকাশিতঃ 7:29 pm | July 07, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ড. এস এম শফিউদ্দিন আহমেদ পক্ষ থেকে খুলনায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ জুলাই) খুলনার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক কেন্দ্র (পিটিআই) কমপ্লেক্সে সর্বমোট ১৫০০ জন দু্ঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

উপহারস্বরুপ সকলের হাতে তুলে দেওয়া প্যাকেটের মধ্যে ছিল পোলাওয়ের চাল, সাধারণ ডাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল এবং তেল।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোরের এরিয়া কমান্ডারের সার্বিক তত্ত্বাবধানে ৫৫ পদাতিক ডিভিশন এই উপহার বিতরণ কার্যক্রম আয়োজন করে।

এ সময় স্থানীয় প্রশাসন এর কর্মকর্তা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/বিএস/এমএম