সারদায় ক্যাফে উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী

প্রকাশিতঃ 7:10 pm | July 01, 2022

কালের আলো প্রতিবেদক:

রাজশাহীর সরদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে (বিপিএ) কিচেন ও ক্যাফে উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা।

বৃহস্পতিবার (৩০ জুন) এ উদ্বোধন করেন তিনি।

এর আগে বিকেলে স্থানীয় পুনাক কার্যালয়ে বিপিএ পুনাক সভানেত্রী ড. হুমায়ারা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এক মতবিনিময় সভায় মিলিত হন জীশান মীর্জা।

পুনাকের সার্বিক কার্যক্রম সম্পর্কে সদস্যাদের সঙ্গে মতবিনিময় করেন জীশান মীর্জা। তিনি পুনাককে একটি ব্রান্ডে পরিণত করার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় বিপিএ পুনাকের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক মেহেরুন্নেছা চৌধুরী। পুনাক সভানেত্রী পুনাক সদস্যদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

তিনি পুনাকের শো-রুম পরিদর্শন করেন এবং পুনাকের পণ্য সামগ্রী ও সম্প্রসারিত শো রুমের ভূয়সী প্রশংসা করেন।

কালের আলো/এমএইচ/এসবি