ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রকাশিতঃ 8:51 pm | June 17, 2022

কালের আলো প্রতিবেদক:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুন) দুপুরে রাণীশংকৈল উপজেলার গোগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিলক চন্দ্র রায়(১৮) ও জয়(২০)নামে দুই মোটর সাইকেল চালক মারা যায়। তিলকের বাড়ি সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি। জয়ের বাড়ি পীরগঞ্জ উপজেলার বাশগাড়া গ্রামে।
ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নেয়া পথে তিলক ও জয় মারা যান। আহত অপর দুজনকে দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
কালের আলো/এমএইচ/এসবি