সীতাকুণ্ডের বিস্ফোরণে আরও একজনের মৃত্যু
প্রকাশিতঃ 10:41 am | June 08, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে দগ্ধ মো. মাসুদ রানার (৩৭) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৮ জুন) ভোর ৪টার দিকে মৃত্যু হয়েছে তার। ফলে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪ জনে।
মাসুদ রানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার।
এএসআই আলাউদ্দিন জানান, মাসুদ রানা সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে মালামাল লোড-আনলোডের কাজ করতেন। অগ্নিকাণ্ডের পর তাকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছিল।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৩ জনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে আনা হয়। মৃতদের মধ্যে ফায়ার সার্ভিসের নয় জনের লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
কালের আলো/এসবি/এমএম