ছাত্রদলের সহিংসতার প্রতিবাদে গাজীপুর জেলা ছাত্রলীগের বিক্ষোভ
প্রকাশিতঃ 7:35 pm | May 28, 2022

কালের আলো প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও সারাদেশে ছাত্রদলের সহিংসতার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (২৮ মে) দুপুরে গাজীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মোঃ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজ বলেন, গাজীপুর জেলা ছাত্রলীগ জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষে সব সময় আপোষহীন থাকবে। এ সময় তিনি ছাত্রদলের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও সহিংসতা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ার করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে গাজীপুরের বিভিন্ন উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কালের আলো/বিএসবি/এমএম