জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

প্রকাশিতঃ 5:52 pm | May 22, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জ্বরে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তার জ্বরের মাত্রা খুব বেশি না। তিনি মোটামুটি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তারা।

রোববার (২২ মে) খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তাঁর ব্যক্তিগত সচিব এবি এম আব্দুস সাত্তার সংবাদমাধ্যমকে বলেন, আমিও শুনেছি জ্বরের বিষয়টা। তবে বিস্তারিত চিকিৎসকরা বলতে পারবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার প্রেস উইংয়ের এক সদস্য বলেন, তাপমাত্রা একটু এদিক-সেদিক হলে উনার মতো বয়সীদের শরীরে জ্বর আসাটা স্বাভাবিক। এটা সিরিয়াস কিছু না। সিজনাল জ্বর।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হওয়ার পর গত বছরের মাঝামাঝিতে ৫৪ দিন হাসপাতালে ছিলেন তিনি। এক পর্যায়ে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল। গত নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ে। ওই সময় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন টানা ৮১ দিন। গত ১ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে তিনি গুলশানের বাসা ফিরোজায় যান।

কালের আলো/এমএইচ/এসবি

Print Friendly, PDF & Email