মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিতঃ 8:20 pm | May 09, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার (৯ মে) সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে একদল মার্কিন বিনিয়োগকারীর সঙ্গে আলাপকালে তিনি তাদের এই আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে মার্কিন বিনিয়োগকারীরা আসলে তাদেরই লাভ হবে। কারণ, তারা আন্তর্জাতিকভাবে কম্পিটিটিভ হবে।

জিএসপি সুবিধা নিয়ে তাদের সঙ্গে আলাপ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এখন মধ্যম আয়ের দেশে উত্তরণের পথে রয়েছি। এখন আমরা চাই, মুক্ত বাণিজ্য এবং অগ্রাধিকার বাণিজ্য।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের বিপুল বিনিয়োগ রয়েছে। বর্তমানে বাংলাদেশে লাভজনক বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। যেমন তথ্যপ্রযুক্তি খাত, ব্লু-ইকনমিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ আছে। এ কারণে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিশেষভাবে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়া বর্তমানে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ৯০ শতাংশ বিনিয়োগ জ্বালানি খাতে। তাদের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য বলেছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে জিএসপি সুবিধা রাজনৈতিকভাবে বেশি বলা হয়। কিন্তু বর্তমানে বাংলাদেশ স্বল্পোন্নোত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশ এখন বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চায়। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশ করতে গেলে সাড়ে ১৫ শতাংশ কর দিতে হয়। সেটা কমানোর জন্য সবসময়ই বলা হচ্ছে।

কালের আলো/এসআরবি/এমএম