ঢাকায় পৌঁছেছে লংকান ক্রিকেটাররা

প্রকাশিতঃ 4:10 pm | May 08, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলংকা। রোববার (৮ এপ্রিল) নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে ঢাকায় অবতরণ করে লংকান দল। বাংলাদেশ সময় দুপুর ১টায় শাহজালাল আন্তর্জাতি বিমানবন্দরে পৌঁছায় লংকান দল।

শ্রীলংকার এই বাংলাদেশ সফর অনেকটা শঙ্কার মধ্যে ছিল। কারণ দ্বীপরাষ্ট্রটি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ভেঙে গেছে। দেশ ছেড়ে পালিয়েছেন রাজনৈতিক নেতাদের অনেকেই।

ক্ষমতাসীন প্রেসিডেন্টের নেতৃত্বাধীন জোট সরকারে ভাঙন ধরেছে। জোট থেকে বেরিয়ে যাচ্ছেন সংসদ সদস্যরা। সব মিলিয়ে প্রশ্ন জাগে, এমন সংকটময় সময়ে বাংলাদেশ সফরে আসবে তো দিমুথ করুণারত্নের দল?

এক ঘণ্টা দেরিতে হলেও ঢাকায় পা রেখে সেই শঙ্কা উড়িয়ে দিলেন লংকানরা। বিমানবন্দর থেকে সোজা টিম হোটেলে উঠবেন সফরকারীরা। আজ সেখানে তাদের করোনা টেস্ট হবে। ফল নেগেটিভ সাপেক্ষে ৯ আর ১০ মে অনুশীলনে নামবেন তারা।

আগামী ১১ ও ১২ মে বিকেএসপিতে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলংকা দল। যেখানে তাদের প্রতিপক্ষ বিসিবি একাদশ।

প্রসঙ্গত, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশের সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৫ মে, চট্টগ্রামে। দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হবে।

এক নজরে বাংলাদেশ সফরের জন্য শ্রীলংকা ১৮ সদস্যের স্কোয়াড—

দিমুথ করুণারত্নে, কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াউইকরামা ও লাসিথ এম্বুলদেনিয়া।

কালের আলো/এমএইচ/জেআর