ভিডিও কনফারেন্সে তারেক, ইসির দৃষ্টি আকর্ষণ করলেন কাদের
প্রকাশিতঃ 2:41 pm | November 18, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
লন্ডন থেকে ভিডিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকারে যোগ দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এই খবর বিভিন্ন অনলাইনে প্রকাশ হওয়ার পর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) দৃষ্টি আকর্ষণ করেছেন।
দণ্ডিত ও পলাতক কেউ নির্বাচনী সাক্ষাতকার নিতে পারেন কিনা- সে ব্যাপারে দৃষ্টি দিতে ইসির প্রতি আহ্বান জানান তিনি।
রোববার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এদিন সকালে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। এই সাক্ষাতকারে যোগ দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাতকারে কথা বলছেন তিনি।
সাক্ষাৎকার দিয়ে ফেরা কয়েকজন মনোনয়নপ্রত্যাশী এই তথ্য জানিয়েছেন। বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানও এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিন সকাল ৯টা থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চলছে এই সাক্ষাৎকার। এদিন পঞ্চগড় ও ঠাকুরগাও জেলার মনোনায়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
কালের আলো/ওএইচ