প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ
প্রকাশিতঃ 11:38 am | November 18, 2018

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাট করছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি আজ রোববার সকাল সাড়ে ৯টায় শুরু হয়।
বিসিবি একাদশে নেতৃত্ব দিচ্ছেন পেসার রুবেল হোসেন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্বে আছেন ক্রেইগ ব্র্যাথওয়েট। আগামী ২২ তারিখ থেকে এ স্টেডিয়ামেই শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট।
বিসিবি একাদশ :
রুবেল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, জাকির হোসেন, মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বী, এবদাত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, নাঈম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক, মোহাম্মদ মিথুন, রিশাদ আহমেদ।
উইন্ডিজ স্কোয়াড :
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, রস্টন চেজ, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জাহমার হ্যামিল্টন, শিমরন হেটমায়ার, শাই হোপ, শেরমন লুইস, কিমো পল, কাইরন পাওয়েল, রেইফন রেইফার, কেমার রোচ, জোমেল ওয়ারিকেন।
কালের আলো/এনএম