কিছু ব্যবসায়ী সুযোগের অপব্যবহার করছেন : রাষ্ট্রপতি

প্রকাশিতঃ 10:45 am | March 29, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশের কিছু ব্যবসায়ী বিশ্ব রাজনীতির সুযোগ নিয়েছেন জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সুযোগ পেয়ে তারা সুযোগের অপব্যবহারও করছেন। কিন্তু, এটা মোটেই উচিত না।

সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। ইটনা উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধিসহ বি‌ভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন তিনি।

রাষ্ট্রপতি দেশ ও জনগণের স্বার্থে সোনার বাংলা বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘স্থানীয় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও জনগণসহ সংশ্লিষ্ট সবাইকে মাদকের অপব্যবহার রোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ’

এ সময় তিনি সংশ্লিষ্ট সবাইকে মাদকদ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক ও সচেতন থাকার নির্দেশনা দেন।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জয়ী ও পরাজিত প্রার্থী দুইজনে মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করবেন। মনে রাখতে হবে জনগণ পরাজিত প্রার্থীকেও অনেক ভোট দিয়েছে। দুইজনে মিলেমিশে কাজ করলে জনপ্রতিনিধিদের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বাড়বে এবং এলাকার সার্বিক উন্নয়ন সাধিত হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, ‌‘হাওর এলাকায় জীবন-জীবিকা ও সম্পদ রক্ষায় পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করতে সবাইকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। উজান থেকে আসা ঢলের সঙ্গে বালু এসে বিল, খাল ও নদীগুলো ক্রমান্বয়ে ভরে যাচ্ছে। এতে হাওরের জীবন-জীবিকা সংকুচিত হয়ে আসছে। ’

হাওর এলাকায় মাছের উৎপাদন কমে যাওয়ায় রাষ্ট্রপতি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘মাছের পোনা ডিম নষ্ট করা না হলে হাওর এলাকায় মাছের পরিমাণ বাড়তো। এপ্রিল থেকে জুন মাস সময়ে মাছের প্রজননের প্রাক্কালে মাছ ধরা যাবে না। এ ব্যাপারে জনপ্রতিনিধি, শিক্ষক, জনগণ এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই সার্বিক পরিস্থিতি ভালো হবে। ’

তিনি স্থানীয় প্রশাসনকে কারেন্ট জাল এবং মাছ ধরা নিয়ন্ত্রণ করার ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমানসহ আরও অনেকেই।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গভবনের সচিবরা, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত পাঁচদিনের সফরে কিশোরগঞ্জ এসেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি কিশোরগঞ্জ সদরসহ হাওরের মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা সফর করবেন।

এর আগে এদিন কিশোরগঞ্জের মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

তিনি বিকেলে মিঠামইন উপজেলাধীন হাসানপুর ব্রিজ এবং করিমগঞ্জের চং নোয়াগাঁওয়ের বালিখোলা ফেরিঘাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

পরে রাষ্ট্রপতি ইটনায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

এছাড়া রাষ্ট্রপতি উজানধনু নদীর উপর বলদা ফেরিঘাট পরিদর্শন করেন।

রাষ্ট্রপতির ছেলে এবং ওই এলাকার সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email