কাগজের অভাবে শ্রীলঙ্কায় দৈনিক পত্রিকা বন্ধ

প্রকাশিতঃ 7:49 pm | March 25, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

শ্রীলঙ্কায় এবার কাগজের অভাবে দেশটির দুটি দৈনিক পত্রিকার প্রিন্ট সংস্করণ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (২৫ মার্চ) সংবাদপত্র দুটির মালিকপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ব্যক্তিগত মালিকানাধীন ইংরেজি ভাষার দৈনিক, দ্য আইল্যান্ড ও এর সিংহলি সংস্করণ, ডিভাইনা এখন থেকে শুধুমাত্র অনলাইন সংস্করণ থাকবে। প্রিন্টের কাগজ এবং আর্থিক ঘাটতির কারণে আর প্রকাশ হচ্ছে না। পরবর্তীতে কবে নাগাদ প্রিন্ট আকারে প্রকাশ হতে পারে সে সম্পর্কেও কিছু বলা হয়নি।

এছাড়া দেশটির অন্যান্য দৈনিক পত্রিকাগুলোও তাদের পাতা কমিয়েছে। গত পাঁচ মাসে খরচ এক তৃতীয়াংশ বৃদ্ধি ও বিদেশ থেকে সরবরাহ নিশ্চিত করতে অসুবিধার কারণে এই অবস্থা বলে জানানো হয়েছে।

এর আগে কাগজ সংকটের কারণে দেশটির প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ।

কালের আলো/এমএইচ/জেআর