ময়মনসিংহে দুই ভুয়া ডিবি পুলিশ সদস্য আটক
প্রকাশিতঃ 11:38 pm | January 25, 2018

স্টাফ রিপোর্টার | কালের আলো:
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন হওয়া আসামির স্বজনের কাছ থেকে টাকা দাবি করে আটক হয়েছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয় দেয়া দুই প্রতারক।
তারা হলেন- মীর হোসেন হৃদয় (৩৩) ও রনি মিয়া (৩২)। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে তাদের আটক করে কারা কর্তৃপক্ষ।
কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, এদিন বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে এক আসামির জামিন হয়। ওই আসামি ভেতরে থাকা অবস্থায় তার স্বজনদের সঙ্গে কথা বলে দুই প্রতারক। এ সময় তারা নিজেদের জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য বলে পরিচয় দেয় এবং টাকা না দিলে পুনরায় ওই আসামিকে গ্রেফতার করা হবে বলে হুমকি দেয়।
কিন্তু ওই আসামির স্বজন টাকা দিতে আপত্তি তোলায় এ নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটি হয়। বিষয়টি সন্দেহ হয় কারাগারের আর.পি গেইটে দায়িত্বরত কারারক্ষীর। তিনি বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবহিত করেন।
পরে কারা কর্তৃপক্ষ ভুয়া ডিবি পুলিশের দুই সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় ও প্রতারণার কথা স্বীকার করে।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম জানান, দুই ভূয়া ডিবি পুলিশ সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।