মধ্যাহ্ন বিরতির পরই জার্ভিসের জোড়া আঘাত

প্রকাশিতঃ 12:47 pm | November 12, 2018

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
প্রথম দিনের শুরু যেমন দুই ওপেনারের দ্রুত বিদায়ে, তেমনটা অবশ্য দ্বিতীয় দিনে হয়নি। গত দিন শেষ করা দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম দিনটা শুরু করছিলেন ধীরে-সুস্থে।

প্রথম দিনে মুমিনুল-মুশফিকের রেকর্ড গড়া ২৬৬ রানের পার্টনারশিপের পর আরও একটা বড় পার্টনারশিপ উঁকি দিচ্ছিল।

গত দিন শেষে মুশফিক অপরাজিত ছিল ১১১ রানে। মাহমুদুল্লাহ তখনও রানের খাতা খুলেননি। দ্বিতীয় দিনে দুজন মিলে করলেন আরও ৭৩ রান।

মধ্যাহ্ন বিরতির আগে সব ঠিকঠাক থাকলেও মধ্যাহ্ন বিরতি পর ব্যাট করতে এসে ধৈর্য হারালেন মাহমুদুল্লাহ। ১১০ বলে ৩৬ রানের মাথায় কাইল জার্ভিসের বলে টেন্ডাই চাতারার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান।

অধিনায়কের বিদায়ের পর পর জার্ভিসের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে আরিফুল হকও মাঠ ছেড়েছেন । ডান-হাতি এই ব্যাটসম্যান ১৮ বলে ৪ রান সংগ্রহ করেছেন। মুশফিক অপরাজিত আছেন ১৪৩ রানে।

১২৭.১ ওভার পর এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩৭৮ রান।

কালের আলো/পিএম