ভোট উৎসবে তরুণদের সংগঠিত করবে ময়মনসিংহ মহানগর যুবলীগ
প্রকাশিতঃ 5:06 am | November 12, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসবে তরুণদের সংগঠিত ও উদ্দীপ্ত করার অঙ্গীকার করেছে ময়মনসিংহ মহানগর যুবলীগ।
রোববার (১১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে সংগঠনটির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এমন শপথ নেন দলটির নেতা-কর্মীরা।
প্রতিষ্ঠা বার্ষিকীর এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো: ইকরামুল হক টিটু।
মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল।
আলোচনা সভার আগে সবাইকে শপথ বাক্য পাঠ করেন মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর। শপথ বাক্যে তিনি বলেন, এদেশের গণতন্ত্রকে রক্ষা করতে এবং গণতন্ত্র বিরোধী সকল ষড়যন্ত্র বানচাল করতে সদা জাগ্রত থেকে ময়মনসিংহ মহানগর যুবলীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুব জাগরণ তৈরির লক্ষে কাজ করে যাবে।
কালের আলো/একে