১৪ বছরের ছোট প্রেমিককে বিয়ে করছেন সুস্মিতা!
প্রকাশিতঃ 3:52 pm | November 09, 2018

শোবিজ ডেস্ক, কালের আলো
বিয়ের মৌসুম চলছে বলিউড ইন্ডাস্ট্রিতে। আগামী ১৫ নভেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তার কিছুদিন পর বাজবে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের সানাই।
শোনা যাচ্ছে- ২০১৯ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন আরবাজ খানের সাবেক স্ত্রী মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। এবার ‘ব্রাইড টু বি’র তালিকায় যুক্ত হলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, সাবেক মিস ইউনিভার্স এখন ১৪ বছরের ছোট রোহমান শলের সঙ্গে সম্পর্কে রয়েছেন। জানা গেছে- সম্প্রতি সুস্মিতাকে রোহমান বিয়ের প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবে নাকি রাজিও হয়ে গিয়েছেন ‘সির্ফ তুম’খ্যাত এই তারকা।
২০১৯-এর শীতের মরসুমেই নাকি চার হাত এক হবে সুস্মিতা ও রোহমানের।
একটি ফ্যাশন শোতে পরিচয় হয় সুস্মিতা-রোহমানের। এরপর তাদের তাজমহল ঘুরে বেড়াতেও দেখা গেছে। সম্প্রতি দু’জনে মিলে একসঙ্গে দিওয়ালি উদযাপন করেছেন।
কালের আলো/ওএইচ