‘বাবারা তো মেয়েকে জিতিয়ে দেয়, উনি আমার চাচা; তিনিও খুশি হয়েছেন’
প্রকাশিতঃ 10:20 am | January 17, 2022

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
‘বাবারা তো মেয়েকে জিতিয়ে দেয়’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পর পর তিন বারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। রোববার (১৬ জানুয়ারি) নির্বাচনে প্রাথমিক ফলাফলে বিজয়ের পর স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।
আপনার কাকার উদ্দেশে কিছু বলবেন; তিনি তো অনেক ভোট পেয়েছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পর পর তিন বারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেন, হ্যাঁ কাকা অনেক ভোট পেয়েছেন। কাকাকে অভিনন্দন জানাচ্ছি। তাকে বলতে চাচ্ছি- তার মেয়েই জিতেছেন। মেয়ে তো জিতবে। বাবারা তো সব সময় মেয়েদেরই জিতিয়ে দেয়।
তিনি আরও বলেন, তিনি যেহেতু আমার চাচা, তিনিও নিশ্চয় খুশি হয়েছেন- চুনকার মেয়ে জিতেছে; উনারই মেয়ে জিতেছে। আমি তাকে নিয়েই কাজ করবো। তার যে পরিকল্পনা আছে; আশা করি তিনি আমাকে সহযোগিতা করবেন।
আইভী বলেন, ‘আমি কৃতজ্ঞতা জানাচ্ছি নেত্রীর প্রতি, যিনি আমার হাতে নৌকা তুলে দিয়েছেন; আমার দলের প্রতি, যারা আস্থা নিয়ে আমার সঙ্গে কাজ করেছেন; জনসাধারণ, আমার ভোটার ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা, যারা নিজের জীবন বাজি রেখে আমার জন্য কাজ করেছেন, তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা।’
তিনি বলেন, ‘আগামী পাঁচ বছর নারায়ণগঞ্জবাসীর জন্য অক্লান্ত পরিশ্রম করতে চাই। আমি আমার জীবনের শেষদিন পর্যন্ত তাদের জন্য উৎসর্গ করতে চাই। সব ধরনের বাধা-বিপত্তি উপেক্ষা করে তাদের জন্য কাজ করতে চাই।’
আইভী আরও বলেন, ‘এ শহরেই (নারায়ণগঞ্জ) আমি থাকতে চাই, জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের জন্য কাজ করতে চাই। আমি আগেই বলেছি, আমার জীবন উৎসর্গ করা এই নারায়ণগঞ্জবাসীর জন্য। তারা যেমন আমার সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছে, আমিও নারায়ণগঞ্জবাসীর পাশে সবসময় থাকতে চাই। ন্যায়-অন্যায়— যেকোনো সময়েই হোক, যেকোনো কাজে আমি তাঁদের পাশে আছি।’
আইভী আরও বলেন, ‘অনেকে আমার কনফিডেন্স দেখে ভেবেছে যে আমি ওভার কনফিডেন্স দেখাচ্ছি। আসলে তা ছিল না। নেতাকর্মীদের জন্য কনফিডেন্স তো থাকতেই হবে। নারায়ণগঞ্জবাসীর জন্য তো দীর্ঘদিন ধরে কাজ করছি, ছোটবেলা থেকেই দেখে এসেছি, আব্বাও কাজ করেছেন। তাই আমি জানতাম, তারা কখনও আমাকে বিমুখ করবে না। আর আমি এমন কিছু করিনি যে, তাঁরা আমার কাছ থেকে দূরে সরে যাবে।’
নবনির্বাচিত মেয়র আইভী বলেন, ‘সুন্দর একটা ভোট হয়েছে, এজন্য নির্বাচন কমিশনকেও ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী আজ অনেক তৎপর ছিল। তারা এতো বেশি অ্যাকটিভ ছিল যে, এর ফলে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখনও তারা কাজ করে যাচ্ছে। এ জন্য আমি কৃতজ্ঞতা ছাড়া আর কী জানাতে পারি। আমি ঋণী থাকলাম আপনাদের কাছে। আপনারাও আমার জন্য দোয়া করবেন, যেন যে প্রত্যাশা নিয়ে জনগণ আমাকে ভোট দিয়েছে, যে প্রত্যাশা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা তুলে দিয়েছিলেন, আমি যেন সে প্রত্যাশা অনুযায়ী ইমানের সঙ্গে সেই কাজগুলো করতে পারি।’
কালের আলো/এসবি/ডিএসবি