ময়মনসিংহে ৩৮ জুয়ারি ও এক মাদকবিক্রেতা আটক
প্রকাশিতঃ 4:31 pm | November 05, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের তারাকান্দায় অভিযান চালিয়ে ৩৮ জুয়াড়ি ও সদর থেকে এক মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৫ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলো- মাদকবিক্রেতা হাকিম (৩৫), জুয়ারি সাইফুল ইসলাম (৩০), এমদাদুল ইসলাম (৩৫), নুরু মিয়া (২৭), মোরশেদ আলী (২৫), মজিবর (৫০), বাবুল মিয়া (৩০), আলমগীর হোসেন (২৮), সাদিকুল (৩০), মন্তু মিয়া (৪০), লাল মিয়া (৫০), নমরুদ আলী (৪০), গোলাম হোসেন (৫৫) প্রমুখ।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, তারাকান্দার পলাশকান্দা এলাকায় রোববার (৪ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে জুয়ার আসর ওই ৩৮ জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩১২টি তাস ও নগদ ২১ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, একই দিন ময়মনসিংহের চরপাড়া ট্রাফিক মোড় থেকে ১০ পিস ইয়াবাসহ ওই মাদকবিক্রেতাকে আটক করা হয়।
কালের আলো/ওএইচ