আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন রস টেলর
প্রকাশিতঃ 11:50 am | December 30, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার রস টেলর। তবে চলতি মৌসুমে এখনো আটটি ম্যাচে খেলার জন্য তিনি প্রস্তুত আছেন। তারপরেই বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন।
সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে টেলরের শেষটা হবে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজ দিয়ে। এরপর আনুষ্ঠানিক বিদায় নেওয়ার আগে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি করে ওয়ানডে খেলবেন তিনি।
টেইলর এখন পর্যন্ত ১১০টি টেস্ট খেলেছেন। যেখানে কিউইদের হয়ে তিনি ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই সর্বোচ্চ রান সংগ্রাহক।
এরই মধ্যে ৩৭ বয়সী এ ব্যাটার টেস্টে ১৯ সেঞ্চুরিতে ৭৫৮৪ ও ওয়ানডেতে ২১ সেঞ্চুরিতে করেছেন ৮৫৮১ রান। দুই ফরম্যাটেই নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
অবসরের ঘোষণা দিয়ে করা টুইটে টেলর লিখেছেন, চলতি সামার শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ও পরে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের বিপক্ষে ছয় ওয়ানডে খেলবো। দীর্ঘ ১৭ বছর ধরে সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে পারা অনেক গৌরবের।
উল্লেখ্য, ২০০৬ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের মধ্যদিয়ে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল টেইলরের। পরের বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ক্রিকেটে পা রাখেন তিনি।
কালের আলো/এমএএইচ/ডিকেজে