বিপিএলে একই দলে মাশরাফি, রিয়াদ ও তামিম
প্রকাশিতঃ 4:48 pm | December 27, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলে ‘এ’ ক্যাটাগরিতে মাশরাফি বিন মর্তুজাকে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির নির্বাচকরা। তবে প্লেয়ার্স ড্রাফটের আগে তাকে সরাসরি নেয়নি কোন ফ্র্যাঞ্চাইজি। অবশেষে ড্রাফট থেকে নড়াইল এক্সপ্রেসকে দলে ভিড়িয়েছে ঢাকা।।
ড্রাফটের আগেই মাহমুদউল্লাহ রিয়াদকে সরাসরি নিজেদের করে নিয়েছিল ঢাকা। প্রথম রাউন্ডে দেশসেরা ওপেনার এবং ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল খানের পর দ্বিতীয় রাউন্ডে মাশরাফিকে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে থাকা দলটি।
রিয়াদ ও তামিম এখন বাংলাদশের যথাক্রমে টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক। মাশরাফিও দীর্ঘদিন ছিলেন নেতৃত্বে। তিন অধিনায়ককে নিয়ে বেশ শক্ত দল গড়েছে ঢাকা।
এছাড়াও দলটিতে আছেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন ও অলরাউন্ডার শুভাগত হোম। ড্রাফটের ২৪ ঘণ্টা আগে বদলে যায় ঢাকার মালিকানা। গ্যারান্টি মানি না দিতে পারায় রুপা ও মার্নকে বাদ দিয়ে নিজেরাই মালিকানা নেয় বিসিবি।
কালের আলো/এমএএইচ/সিকেবি