ওবায়দুল কাদেরের পক্ষে ভোট চাইলেন স্ত্রী ইসরাতুন্নেছা

প্রকাশিতঃ 10:01 pm | October 31, 2018

কালের আলো প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রচারণায় মাঠে নেমেছেন তার স্ত্রী ইসরাতুন্নেছা কাদের।

মন্ত্রীর নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ) এ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি ওবায়দুল কাদেরের পক্ষে ভোট চাইছেন মিসেস কাদের।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের নিয়ে চষে বেড়াচ্ছেন উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড। নিয়মিত নারী সমাবেশের মাধ্যমে ব্যতিক্রমি প্রচারণা করেও বেশ সাড়া ফেলেছেন মন্ত্রী পত্নী।

বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবু নাছের চৌধুরীর বাড়িতে প্রথম নারী সমাবেশ করেন তিনি। এরপর একে একে চরপার্বতী ইউনিয়নের বি জমান উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় ও সিরাজপুর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে তৃতীয় নারী সমাবেশ করেন তিনি। প্রতিটি সমাবেশে বিপুলসংখ্যক নারী সমাগম হতে দেখা গেছে।

নারীদের উপস্থিতি দেখে ইসরাতুন্নেছা কাদের অভিভূত হয়ে তাদের উদ্দেশে বলেন,‘আপনাদের উপস্থিতি এটিই প্রমাণ করে, শেখ হাসিনার নেতৃত্বে নারীরা এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সমগ্র বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে শেখ হাসিনার প্রার্থী, আপনাদের প্রিয় নেতা ওবায়দুল কাদেরকে আবারও নির্বাচিত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখুন।’ নির্বাচিত করলে নারী অগ্রযাত্রায় ও এ আসনের উন্নয়নে ওবায়দুল কাদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও ইসরাতুন্নেছা উল্লেখ করেন।

এদিকে, ইসরাতুন্নেছার কোম্পানীগঞ্জে নারী সমাবেশ করার সংবাদ পেয়ে দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে প্রতিটি সমাবেশকে প্রাণবন্ত করে তুলছেন। নারী আওয়ামী লীগ নেতা ও সাধারণ কর্মীদের অংশগ্রহণের পাশাপাশি দলীয় অন্য নেতাকর্মীরাও সমাবেশকে সফল করতে উদ্যমী হয়ে উঠেছেন।

কালের আলো/এনএম