প্রধানমন্ত্রীকে অনেক কিছু বলার আছে: মাহি
প্রকাশিতঃ 9:52 pm | December 07, 2021

শোবিজ ডেস্ক, কালের আলোঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হয়েছে। বর্তমানে এই নায়িকা ওমরাহ পালনে আছেন সৌদি আরবে। সেখান থেকে এবার জানালেন, দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করতে চান!
মঙ্গলবার (৭ ডিসেম্বর) মাহি এক ফেসবুক পোস্টে বলেন ‘ওমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে।
এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করবো । আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবে না।’
সম্প্রতি, বিয়ের দুই মাসের মাথায় স্বামী রাকিব সরকারকে নিয়ে ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে গিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি।
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সময় অসামাজিক বক্তব্য আর সাম্প্রতিক মাহিয়া মাহিয়ার সাথে হওয়া অডিও রেকর্ড ফাঁস হলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদকে মন্ত্রিসভা থেকে মঙ্গলবারের মধ্যে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মুরাদের পদত্যাগের বার্তা দিলে সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে ‘আলহামদুলিল্লাহ’ বলেন মাহিয়া মাহি।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী বরাবর মন্ত্রিসভা থেকে পদত্যাগপত্র জমা দেন মুরাদ হাসান। বহিষ্কৃত হন দল থেকেও।
কালের আলো/টিআরকে/এসআইএল