প্রধানমন্ত্রীকে কটূক্তি, বিএনপির আলালের বিরুদ্ধে থানায় অভিযোগ
প্রকাশিতঃ 9:23 pm | December 07, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ নিয়ে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পপুলেশন সায়েন্সেস বিভাগের ছাত্র নূরউদ্দীন আহমেদ (২২) এই অভিযোগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।
তিনি বলেন, নূরউদ্দীন আহমেদ নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বিএনপির যুগ্ম-মহাসচিব ও বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার কথা উল্লেখ করেছেন।
এখন পর্যন্ত অভিযোগটি জিডিতে লিপিবদ্ধ হয়েছে। অভিযোগটি যেহেতু সাইবার ইস্যু তাই বিশেষজ্ঞদের মতামতের ওপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালের আলো/টিআরকে/এসআইএল