ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

প্রকাশিতঃ 2:47 pm | December 02, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিডিআর) বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি আ. সালাম (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী সৈকত হোসেন বলেন, রাতের দিকে কেন্দ্রীয় কারাগারে আব্দুস সালাম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েন। পরে অবস্থার অবনতি হলে অচেতন অবস্থায় আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির কয়েদি নম্বর ৬৮০৮/এ। তার বাবার নাম মৌজ আলী হাওলাদার।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কেরানীগঞ্জ কারাগার থেকে এক কয়েদিকে ঢামেকে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কালের আলো/টিআরকে/এসআইএল