হাফ ভাড়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করুন : কাদের

প্রকাশিতঃ 2:27 pm | December 02, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়ন করুন। পরিবহন মালিক শ্রমিকদের তিনি বলেন, কথা দিয়েছেন কথা রাখুন। আপনাদের সিদ্ধান্ত আপনারাই কেন লঙ্ঘন করছেন?

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) তার বাসভবনে ভার্চুয়ালি এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ঢাকা সিটিতে বেশকিছু পরিবহনের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার যে সিদ্ধান্ত, তা বাস্তবায়ন না করার অভিযোগ রয়েছে। ওবায়দুল কাদের পরিবহন মালিক শ্রমিকদের হাফ ভাড়া বাস্তবায়নের অনুরোধ করেন।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে তিনি বলেন, আইন আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোন বাধা নয়, বাধা হচ্ছে সরকার বলে বক্তব্য দিয়ে যাচ্ছেন।

ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমাণিত হয়েছে তারা দেশের আইন আদালতের কোনও তোয়াক্কা করে না।

বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, সরকার যদি অবৈধই হয় তাহলে এই অবৈধ সরকারের কাছে দাবী করছেন কেন?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আর এই সরকার অবৈধই বা কি করে হয়? সংসদে তো আপনাদেরও বৈধ প্রতিনিধিত্ব রয়েছে।

কালের আলো/টিআরকে/এসআইএল