পররাষ্ট্রমন্ত্রীকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ ভাইস প্রেসিডেন্টের

প্রকাশিতঃ 3:51 pm | November 29, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম।

সোমবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো ক্ষুদে বার্তায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এ আমন্ত্রণ জানান।

ক্ষুদে বার্তায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম তার সাম্প্রতিক বাংলাদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে উষ্ণ আতিথেয়তার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এর আগে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম তিনদিনের সফরে ২২ নভেম্বর ঢাকায় আসেন। ঢাকা সফরকালে ফয়সাল নাসিম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন।

এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। ২৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় সরকারি সফর শেষে নিজ দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

কালের আলো/এসবি/এমএম