প্রধানমন্ত্রীকে কসোভো সফরের আমন্ত্রণ

প্রকাশিতঃ 6:17 pm | November 25, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইউরোপের দেশ কসোভো সফরে আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত গুনের ওরেয়া।

বুধবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎকালে তিনি কসোভোর পক্ষ থেকে এ আমন্ত্রণ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কসোভোর রাষ্ট্রদূত আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। এ সময় কসোভোর রাষ্ট্রদূতকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন শাহ্‌রিয়ার আলম।

সদ্য সমাপ্ত ৭৬তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে পররাষ্ট্র মন্ত্রী এবং কসোভো পররাষ্ট্র মন্ত্রীর মধ্যেকার সাইডলাইন বৈঠকের প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্‌রিয়ার আলম বলেন, উক্ত বৈঠকের পর বাংলাদেশ ও কসোভো অনেক কাছাকাছি এসেছে।

এ সময় সুবিধাজনক সময়ে কসোভো সফরের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে কসোভোর উপ-পররাষ্ট্র মন্ত্রীর আমন্ত্রণ পৌঁছে দেন রাষ্ট্রদুত।

প্রসঙ্গত, বাংলাদেশ ও কসোভোর দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে। ইতোঃমধ্যে কসোভোর সঙ্গে ৩ টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আরো কিছু সমঝোতা স্মারক সম্পন্ন করার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।

কালের আলো/টিআরকে/এসআইএল