‘আওয়ামী লীগ সরকারই ইসলামের জন্য বেশী কাজ করেছে’

প্রকাশিতঃ 12:18 am | October 28, 2018

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এ্যাডভোকেট বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শুধু স্কুল কলেজেরই উন্নয়ন করেনি মসজিদ মাদ্রাসারও উন্নয়ন করেছে। এবতেদায়ী মাদ্রাসাকে  সরকারিকরণের নীতিগত সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে, দাওরায়ে হাসিদকে এম.এ সম্মান করা হয়েছে।

তিনি বলেন, প্রতিটি উপজেলায় একটি করে সরকারী মসজিদ নির্মাণ করা হবে সেখানে যিনি ইমাম থাকবে। তিনি প্রথম শ্রেণীর অফিসারের মর্যাদাসহ বেতন ভাতাদিও পাবেন।

একসময় আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিতে চাইতো না, বলতো নৌকায় ভোট দিলে ধর্ম থাকবে না! এখন প্রমানিত হয়েছে আওয়ামী লীগ সরকারই ইসলামের জন্য বেশী কাজ করছে।

শনিবার বিকালে  উপজেলার রাধাকানাই ইউনিয়নের কান্দাপাড়া দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাদ্রাসায় প্রাঙ্গনে এক সমাবেশে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

মাদ্রাসা পরিচালা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া (শিমুল) তরফদারের সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার,  উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট শামছুল হুদা, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এ্যাড. মোঃ মফিজ উদ্দিন মন্ডল, পুটিজানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ময়েজ উদ্দিন তরফদার, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন তালুকদার  উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, সদস্য মজিবুর রহমান খান, সিরাজ দৌল্লা মঞ্জু, চ্ছোসেবকলীগের আহবায়ক কামরুজআজামান, ছাত্রলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ , যুবলীগের যুগ্ন আহবায়ক সুজন রতন দে , শ্রমীকলীগের আহবায়ক মনির উদ্দিন প্রমুখ ।

কালের আলো/ওএইচ