যুবলীগ নেতা হত্যায় ৫ জনের যাবজ্জীবন

প্রকাশিতঃ 4:30 pm | November 14, 2021

কালের আলো সংবাদদাতা:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আরও ২০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় ৩৩ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ে পাঁচজনকে যাবজ্জীবন, একজনকে ১০ বছরের কারাদণ্ড, চারজনকে ছয় মাসের কারাদণ্ড ও ১৫ জনকে এক মাসের কারাদণ্ড দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এন্তাজুল হক বাবু জানান, মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন ২২ জন। পরে তদন্ত শেষে আরও ১৩ জনসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

তিনি আরও জানান, এই মামলার ৩২ সাক্ষীর মধ্যে ২২ জন সাক্ষ্য দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনের দিন ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বিএনপি জামায়াত কর্মীরা দেউপাড়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতা চালায়। তাদের হামলায় দেউপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন মারা যান।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোটেক এন্তাজুল হক বাবু আরটিভি নিউজকে জানিয়েছেন, স্বাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক এ রায় দেন।

অভিযোগের ধরন বিবেচনায় পাঁচজনকে যাবজ্জীবন, একজনকে ১০ বছর, চারজনকে ছয় মাস এবং ১৮ জনকে একমাস করে কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় দুজন বাদে ৩৩ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

কালের আলো/টিআরকে/এসআইএল