মঈন আলীর ফিফটিতে ইংল্যান্ডের বড় সংগ্রহ
প্রকাশিতঃ 10:03 pm | November 10, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে ১৬৬ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। মঈন আলীর অপরাজিত হাফসেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে এই স্কোর গড়ে দলটি।
ওপেনারদের ব্যর্থতায় শুরুটা তেমন ভালো ছিল না ইংল্যান্ডের। প্রথম দশ ওভারে তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৬৭ রান। সেখান থেকে ডেভিড মালান ও মঈন আলির ব্যাটে ভর করে শেষ দশ ওভারে যোগ করে আরও ৯৯ রান।
সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড করেছে ৪ উইকেটে ১৬৬ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে উঠতে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য ১৬৭ রানের।
বুধবার (১০ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নকআউট পর্বের এ গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাটিং করে ইংল্যান্ড। উদ্বোধনীতে জস বাটলারের সঙ্গে ৫.১ ওভারে ৩৭ রানের জুটি গড়ে আউট হন জনি বেয়ারস্টো। ১৭ বলে ১৩ রান করে অ্যাডাম মিলনের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি।
এরপর ইস সৌদির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন অন্য ওপেনার জস বাটলার। দলীয় ৫৩ রানে ২৪ বলে ৪টি বাউন্ডারিতে ২৯ রান করে ফেরেন তিনি।
তৃতীয় উইকেট জুটিতে মঈন আলীর সঙ্গে ৪৩ বলে ৬৩ রানের জুটি গড়ে আউট হন ডেভিড মালান। তার আগে ৩০ বলে চারটি বাউন্ডারি আর এক ছক্কায় ৪১ রান করেন মালান।
এরপর লিভিং লিয়ামস্টনকে সঙ্গে নিয়ে ২৪ বলে ৪০ রানের জুটি গড়েন মঈন আলী। ইনিংস শেষ হওয়ার মাত্র ৪ বল আগে ১০ বলে ১৭ রান করে ফেরেন লিয়ামস্টন।
তবে ইনিংসের শেষ বল পর্যন্ত লড়াই করে যাওয়া মঈন আলীর ৩৭ বলের অপরাজিত ৫১ রানের সুবাধে ১৬৬ রান তুলতে সমর্থ হয় ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর ইংল্যান্ড: ২০ ওভারে ১৬৬/৪ (মঈন আলী ৫১*, ডেভিড মালান ৪০, জস বাটলার ২৯, লিভিং লিয়ামস্টন ১৭, জনি বেয়ারস্টো ১৩)।
কালের আলো/টিআরকে/এসআইএল