টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

প্রকাশিতঃ 7:58 pm | November 10, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড দলপতি কেন উইলিয়ামসন।

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে অতীতে ২১ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ১৩ ম্যাচে জয় পায় ইংল্যান্ড। আর ৭ ম্যাচে জয় পায় নিউজিল্যান্ড।

আর বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে ৫ ম্যাচে মুখোমুখি হয় উভয় দল। ৩ ম্যাচে জয় পায় ইংল্যান্ড। আর ২টিতে জয় পায় নিউজিল্যান্ড।

অতীত সমীকরণে নিউজিল্যান্ডের চেয়ে একধাপ এগিয়ে ইংল্যান্ড। তবে চলতি বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে দুই দল সমানে সমান। গ্রুপপর্বে দুই দলই হেরেছে একটি করে ম্যাচ।

হারলে বিদায়, জিতলে ফাইনালে। এমন কঠিন সমীকরণের ম্যাচে আজ যারাই নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারবে তারাই ফাইনালে চলে যাবে।

ইংল্যান্ড: জস বাটলার, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, ইয়ন মরগান, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম বিলিংস, ক্রিস উকস, ক্রিস জর্দান, আদিল রশিদ ও মার্ক উড।

নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সৌধি ও ট্রেন্ট বোল্ট।

কালের আলো/টিআরকে/এসআইএল