মীমের বিশেষ মানুষটি কে?
প্রকাশিতঃ 5:45 pm | November 10, 2021

শোবিজ ডেস্ক, কালের আলোঃ
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের ক্যারিয়ার এক যুগের বেশি সময়ের। এই লম্বা জার্নিতে অনেকের সঙ্গেই তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তবে কোনোটাই সত্যি হয়ে সামনে আসেনি। এবার হয়ত সেই ধারা ভাঙতে চলেছে। সামনে আসতে চলেছেন মিমের জীবনের বিশেষ মানুষটি।
জন্মদিন বরাবরই স্পেশাল মীমের কাছে। তবে কখনোই বড়সড় করে উদযাপন করেন না। ছোটবেলায় বাবার চাকরিসূত্রে দীর্ঘদিন ভোলা জেলায় ছিল নায়িকার পরিবার। সে সময় বড় আয়োজনে জন্মদিন পালন করতেন মীম। তবে নায়িকা হিসেবে পরিচিতি পাওয়ার পর পরিবারের সদস্যদের নিয়েই বিশেষ দিনটি উদযাপন করেন।
জন্মদিনে দেশের স্বনামধন্য একটি সংবাদমাদ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য মীমই জানান। পাশাপাশি নায়িকা এও জানান, বড় করে জন্মদিন উদযাপনের ইচ্ছা না থাকলেও সন্ধ্যায় বিশেষ কারও জন্য বিশেষ পরিকল্পনা আছে তার। কিন্তু কে সেই বিশেষ মানুষ, তা এখনই বলতে চান না মীম। তার জন্য সময়ের অপেক্ষা করতে বলেছেন নায়িকা।

কিন্তু কবে সেই বিশেষ মানুষটার সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেবেন মীম? অভিনেত্রী বলেন, ‘কবে যে সেই বিশেষ মানুষকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব, তার কোনো পরিকল্পনা এখনো করিনি। আজ সন্ধ্যায়ও সেটা হতে পারে।’ ইঙ্গিত দিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি তো মাঝেমধ্যে ফেসবুকে ছবি দিই, কিন্তু সবাই বুঝতে পারে না।
১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহী জেলার বাঘা উপজেলায় বিরেন্দ্র নাথ সাহা ও ছবি সাহার ঘরে জন্মগ্রহণ করেন মীম। ২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার এর বিজয়ী হয়ে সকলের নজর কাড়েন তিনি। ২০০৮ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার। এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার জেতেন।
২০০৯ সালেও জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া’ চলচ্চিত্রের জন্য একই পুরস্কার জেতেন তিনি। ২০১৪ সালে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত জোনাকির আলো চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী (মৌসুমীর সাথে যৌথভাবে) নির্বাচিত হন।

তারপর থেকে প্রতিবছরই একাধিক চলচ্চিত্রে ব্যস্ত ছিলেন মীম। শুধু বাংলা দেশেই নয়, পশ্চিমবঙ্গের পর্দায়ও অভিনয় করেছেন তিনি। সৃজিত মুখার্জির ইয়েতি অভিযান, রাজা চন্দর সুলতান: দ্য সেভিয়ার কিংবা অঙ্কিত আদিত্যর থাই কারি চলচ্চিত্রেও দেখা গেছে তাকে।
কালের আলো/টিআরকে/এসআইএল