শেষ বলের ছক্কায় বাটলারের সেঞ্চুরি, ইংল্যান্ডের বড় সংগ্রহ
প্রকাশিতঃ 9:58 pm | November 01, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
জস বাটলার ও ইয়ন মরগানের ব্যাটিং তাণ্ডবে ইংল্যান্ডের ফাইটিং স্কোর। জয়ের জন্য শ্রীলংকাকে ১৬৪ রান করতে হবে।
সোমবার (১ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় শ্রীলংকা ক্রিকেট দল।
প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় ইংলিশরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন ওপেনার জেসন রয়। ১.২ ওভারে দলীয় ১৩ রানে লংকান লেগ স্পিনার ওয়ানেন্দু হাসারাঙ্গার লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ফেরেন জেসন রয়।
তবে চতুর্থ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। অধিনায়ক ইয়ান মরগানকে সঙ্গে নিয়ে ৭৮ বলে ১১২ রান করেন জস বাটলার। মরগান শেষ অবধি হাসারাঙ্গার তৃতীয় শিকারে পরিণত হলেও অবিচল থাকেন বাটলার। মরগান ৩৬ বলে এক চার ও ৩ ছক্কায় ৪০ রান করেন।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুশ শানাকা।
সোমবার (০১ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ওয়ানের ম্যাচে নামে দুদল। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি মাঠে গড়ায়।
এই গ্রুপে নিজেদের প্রথম তিন ম্যাচ জিতে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে রেখেছে ইংল্যান্ড। তবে লঙ্কানরা ৩ ম্যাচে একটি জয় ও দুই হারে চারে রয়েছে।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জস বাটলার (উইকেটরক্ষক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ান মরগান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিলস।
শ্রীলঙ্কা একাদশ: পথুম নিসাঙ্কা, কুসল পেরেরা (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, আবিষ্কা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, দুশমন্থ চামিরা, মহেশ থিকশানা, লাহিরু কুমারা।
কালের আলো/টিআরকে/এসআইএল