ইয়ামালের সঙ্গদোষ নিয়ে বার্সার দুশ্চিন্তা 

প্রকাশিতঃ 3:27 pm | July 18, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ঐতিহ্যের আধার বার্সেলোনার ১০ নম্বর জার্সি। দিয়েগো ম্যারাডোনা, রিস্টো স্টয়চকভ, রোমারিও, রিভালদো, রোনালদিনহো, লিওনেল মেসির মতো কিংবদন্তিরা এ জার্সি পরে মাঠ মাতিয়েছেন। এর মধ্যে মেসি এই জার্সি পরে প্রায় ১৩ বছর খেলেছেন। বার্সার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ১০ বার লা লিগা, চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেনে তিনি এ ১০ নাম্বার পরে।

সে ঐতিহ্যবাহী জার্সি গত বুধবার লামিনে ইয়ামালের হাতে তুলে দেওয়া হয়েছে। একটি দুশ্চিন্তাও কিন্তু ঘিরে ধরেছে বার্সা শিবিরকে। বিশেষ করে জন্মদিনের বিতর্কিত ও উদ্দাম উদযাপন এবং গ্রীষ্মের ছুটিতে ইয়ামালের লাগামহীন জীবনযাপনে বেশ শঙ্কিত বার্সা টিম ম্যানেজমেন্ট।

১৮তম জন্মদিনটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন বার্সার এ সেনসেশন। যে কারণে পর্যটনগরী ইবিজায় আয়োজন করেছিলেন জমকালো এক প্রাইভেট পার্টি। সেই পার্টিতে ভিডিও করা ও ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ ছিল। পার্টির প্রায় সবকিছুই ছিল অতিগোপনীয়। তারপরও বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে চলে এসেছে, যা দেখে অনেকেই হতবাক।

পার্টিতে আমন্ত্রিতদের বিনোদনের জন্য তরুণীদের পাশাপাশি বেশ ক’জন বামন (খর্বকায় মানুষ) ভাড়া করেন ইয়ামাল। তরুণীদের ভাড়া করা নিয়ে বেশ সমালোচনা চলছে, কিন্তু বামনদের ভাড়া করায় আইনি ঝামেলায় পড়তে পারেন তিনি। স্পেনের বেশ কয়েকটি সমাজসেবী সংস্থা বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে। স্পেন সরকার বিষয়টি নিয়ে তদন্ত করতে পারে। সংস্থাগুলোর অভিযোগ– ইয়ামাল দেশটির প্রতিবন্ধী আইন লঙ্ঘন করেছেন।

গ্রীষ্মের ছুটির শুরুতে তাঁর চেয়ে ১২ বছর বেশি বয়সী এক পর্নো তারকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে পত্রিকার শিরোনাম হয়েছিলেন ইয়ামাল। তবে বার্সা ম্যানেজমেন্টের দুশ্চিন্তার বড় কারণ হলো, নেইমারের সঙ্গে তরুণ এ ফুটবলারের সম্পর্ক। ছুটিতে ইয়ামাল ব্রাজিল ঘুরতে গিয়েছিলেন নেইমারের আমন্ত্রণে। নেইমারের বাড়িতে সময় কাটানোর বেশ কিছু ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি।

ব্রাজিলিয়ান তারকাকে বার্সা ম্যানেজমেন্ট বেশ ভালো করে চেনে। বার্সা ও পিএসজিতে থাকার সময় নেইমারের অতিমাত্রায় পার্টি করে বেড়ানোর কারণে দুই ক্লাবই বেশ বিরক্ত ছিল। অভিযোগ আছে, পার্টির জন্য অনেক সময় চোটের বাহানাও দিতেন নেইমার। সতীর্থদের পার্টিতে টেনে নিয়ে যাওয়ার অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে।

পিএসজিতে থাকার সময় স্প্যানিশ মিডফিল্ডার আন্দার হেরেরা নেইমারের ২৮তম জন্মদিনের পার্টির কার্যকলাপ জনসমক্ষে প্রকাশ করে দিয়েছিলেন। প্যারিসের একটি নাইটক্লাবে দুটি ফ্লোরে পার্টি আয়োজন করেছিলেন নেইমার। বিবাহিত খেলোয়াড়রা ওপরের ফ্লোরে এবং অবিবাহিতদের জন্য আয়োজন ছিল নিচের ফ্লোরে। স্প্যানিশ একটি টিভি শোতে হেরেরাকে জিজ্ঞেস করা হয়, সেই পার্টিতে কী হয়েছিল। তাঁর জবাব, ‘কী হয়নি সে পার্টিতে!’

তবে নেইমার এই জীবনধারায় অভ্যস্থ। এভাবে উদ্দাম পার্টি করেই তিনি বার্সা ও পিএসজিতে সাতটি লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। প্রায় সব ব্রাজিলিয়ানই এমন জীবনধারায় অভ্যস্ত। ইয়ামাল কী পারবেন এভাবে পার্টিতে গা ভাসিয়ে দিয়ে সফল হতে? সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমারকে আবার আইডল হিসেবে বর্ণনা করেছেন ইয়ামাল, ‘আমার বয়স যখন সাত, তখন ক্যাম্প ন্যুতে তাঁকে (নেইমার) দেখে বিমোহিত হয়েছিলাম। এটি সত্যি যে তখন মেসিও ছিলেন এবং তিনিও দুর্দান্ত। কিন্তু নেইমার সবসময় আমার আইডল। তিনি সম্পূর্ণ ব্যতিক্রম, তিনি কিংবদন্তি!’

নেইমারের প্রতি মুগ্ধতা থেকে তাঁর মতো জীবনধারায় না আবার অভ্যস্ত হয়ে পড়েন ইয়ামাল! এই শঙ্কায় পড়েছে বার্সা ম্যানেজমেন্ট। বিষয়টি নিয়ে চিন্তিত স্পেন যুব দলের কোচ গ্যাবিনো কারমোনাও। তরুণ এ ফুটবলারের মাঠের বাইরের জীবনেও বার্সাকে নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি, ‘নেইমারও ম্যাজিক্যাল প্রতিভা ছিল। কিন্তু অনিয়ন্ত্রিত জীবনধারার কারণে সে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্যায়ে যেতে পারেনি।’

কালের আলো/এসএকে