সেই খোকনকে দেখতে গাজীপুরের পুনর্বাসন কেন্দ্রে পুনাক সভানেত্রী

প্রকাশিতঃ 8:36 pm | October 06, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

অযত্ন-অবহেলায় অর্ধেক পা পচে যাওয়া সেই প্রতিবন্ধী খোকন সুস্থ হচ্ছেন। গাজীপুরের গিভ এন্ড সি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে তাকে দেখতে গিয়েছিলেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা।

আরও পড়ুন: একটি ফেসবুক পোস্ট এবং ঠিকানাহীন সেই খোকনের জীবনে ফেরা

বুধবার (০৬ অক্টোবর) পুনর্বাসন তিনি খোকনের সাথে কথা বলেছেন, তার খোঁজ-খবর নিয়েছেন। এ সময় পুনাক সভানেত্রী খোকন এবং তার রুমে বসবাসরত সকলকে খাবার, ফতুয়া, লুঙ্গি, খেজুর, বিস্কুট ইত্যাদি উপহার দিয়েছেন।

পুনাক সভানেত্রীর মানবিক উদ্যোগ ও বদান্যতায় খোকন অত্যন্ত খুশী।

পুনাক সূত্র জানা গেছে, জীশান মীর্জা ওই প্রতিষ্ঠানে বসবাসরত বিভিন্ন বয়সের প্রায় ১৭৭ জনের সবার মাঝে খেজুর বিতরণ করেছেন। এ সময় প্রতিষ্ঠানের বয়স্ক মহিলারাও তাকে দেখতে এসেছেন। তারা অতি আপনজনের মত তার সাথে গল্পে মেতে উঠেন। কেউ  কেউ এ সময় আবেগাপ্লূত হয়ে পড়েন, অনেকে আবার কান্নায়ও ভেঙে পড়েন। কেউ কেউ পুনাক সভানেত্রীকে ‘মা’ বলে সম্বোধন করেন। এ সময় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।

প্রসঙ্গত, পায়ে পচন নিয়ে ফুটপাতে পড়ে থাকা খোকনকে পঙ্গু হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন পুনাক সভানেত্রী। চিকিৎসা শেষে গিভ অ্যান্ড সি বয়স্ক কেন্দ্রে তার পুনর্বাসনের ব্যবস্থাও করেছেন তিনি।

কালের আলো/এসবি/এমএম