রিং আইডির পরিচালক সাইফুল রিমান্ড শেষে কারাগারে
প্রকাশিতঃ 4:36 pm | October 05, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুইদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক সোহেল রানা। বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত এ আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী শাহাবুদ্দিন মোল্লা জানান, ১১ অক্টোবর আসামির জামিন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
এর আগে শনিবার (২ অক্টোবর) সাইফুলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক সোহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩১ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাইফুলকে গ্রেফতার করা হয়। ২ অক্টোবর তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
বিভিন্ন ই-কমার্স সাইটের মতো রিং আইডিও অস্বাভাবিক ডিসকাউন্টে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি এবং ক্রেতাদের কাছ থেকে ই-ওয়ালেট এর মাধ্যমে লেনদেন পরিচালনা করে আসছিলো। কমিউনিটি জবস খাতে উপার্জনের কথা বলেই এ প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।
কালের আলো/টিআরকে/এসআইএল