কাবুলের মসজিদে বিস্ফোরণের দায় স্বীকার করলো আইএস
প্রকাশিতঃ 1:50 pm | October 05, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের বাইরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে আইএস।
আইএসের প্রচারণার মাধ্যম ‘আমাক’-এ দাবি করা হয়, জঙ্গিগোষ্ঠীটির এক আত্মঘাতী বোমা হামলাকারী কাবুলের মসজিদের কাছে হামলা চালান। খবর এএফপির।
গত রোববার (৩ অক্টোবর) বিকালে এ হামলা হয়। হামলায় অন্তত পাঁচজন নিহত হন। আহত হন বেশ কয়েকজন।
হামলার পর তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, প্রাথমিক তথ্যে হামলার সঙ্গে আইএসের সংশ্লিষ্টতার আভাস পাওয়া গেছে।
রোববার বিকালে হামলার পর সন্ধ্যার দিকে তালেবান কাবুলের উত্তরে অভিযান পরিচালনা করে। তারা আইএসের সক্রিয় একটি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করে।
জাবিউল্লাহ মুজাহিদ বলেন, সুনির্দিষ্টভাবে চালানো সফল অভিযানে আইএসের কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আইএসের সদস্যরা নিহত হন।
গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যাওয়ার পর দেশটিতে একাধিক হামলা চালিয়েছে আইএস। এসব হামলার নিশানা ছিল তালেবান। তালেবান ও আইএস পরস্পরের প্রতিপক্ষ।
কালের আলো/টিআরকে/এসআইএল